Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনের পুনর্গঠনে এক হাজার ডলার সাহায্য দেবে সউদি আরব

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরব তার পার্শ্ববর্তী দেশ ইয়েমেনের কয়েকটি প্রদেশের পুনর্গঠনে এক হাজার কোটি ডলার বরাদ্দ দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবেদ রাব্বু মনসুর হাদি। হুথি বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধার করা এইসব প্রদেশের পুনর্নিমাণে অর্থায়ন করবে রিয়াদ। উল্লেখ্য সউদি আরব ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত বাহিনীর সমর্থনে বিমান হামলায় একটি কোয়ালিশন বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। তিনি জানান, হুথি বিদ্রোহী বাহিনীর কাছ থেকে যুদ্ধের মাধ্যমে যেসব প্রদেশ মুক্ত করার হয়েছে সেই প্রদেশগুলো ক্ষয়ক্ষতি কাটিয়ে ওটার জন্য পার্শ্ববর্তী দেশটি এই আর্থিক সহায়তা দেবে। প্রেসিডেন্ট মনসুর হাদি ইয়েমেনের অস্থায়ী দক্ষিণাঞ্চলীয় রাজধানী এডেনে ভাষণ দেয়ার সময় দেশটির পুনরুদ্ধার করা এলাকাগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের দিকে বিশেষ নজর দেয়ার জন্য তার সরকারের কর্মকর্তাদের নির্দেশ দেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ