Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প. তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ বন্ধ করার আহ্বান

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিম তীরের মধ্য অংশে আন্তর্জাতিক অর্থায়নে তৈরি একটি অস্থায়ী হাসপাতাল এবং ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করতে ইসরাইলি সরকার যে পরিকল্পনা করছে তা বাতিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিন ভূখন্ডে জাতিসংঘের কার্যক্রম এবং মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়ক রোবার্ট পাইপার এবং জাতিসংঘের ত্রাণ এবং কর্মসংস্থানের পরিচালক স্কট অ্যানয়ারসন পশ্চিম তীরের খান আল-আহমার গ্রাম পরিদর্শনে গিয়ে তেল আবিব সরকারের প্রতি এ আহ্বান জানান। তেল আবিব কর্তৃপক্ষ পুরো গ্রামটি ধ্বংস করে দেয়ার জন্য আমলাতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার কয়েক দিন পর তারা সেখানে সফরে যান। আল খান আল-আহমার গ্রামটিতে ৩৫টি পরিবার অস্থায়ী কুঁড়েঘর এবং টিন-শিটের বাড়িতে বসবাস করছে। এছাড়া, সেখানে ১৪০টি কাঠামো রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পাইপার বলেন, পশ্চিম তীরের খান আল আহমার গ্রামটিতে সবচেয়ে গরীব সম্প্রদায় বসবাস করছে এবং ইসরাইলি কর্তৃপক্ষের উচ্ছেদের ভয়ে তারা কোনোমতে দিনানিপাত করছে। এটা অগ্রহণযোগ্য এবং এটি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, ফিলিস্তিনি ভ‚খন্ডে হাজার হাজার পরিবার তাদের বসতবাড়ি যেকোনো সময় ভেঙে ফেলার আতঙ্কে রয়েছে এবং পুরো সম্প্রদায়টি মারাত্মক অনিশ্চিত জীবনযাপন করছে। যেখানে স্কুলগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং ফিলিস্তিনি শিশুদের শিক্ষার অধিকারকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, সেখানে এসব পরিবারকে অন্যত্র চলে যাওয়ার চাপ নিঃসন্দেহে একটি আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করেছে। জাতিসংঘের এ কর্মকর্তা বঞ্চিত ও দুর্ভোগের মধ্যে পতিত এসব ফিলিস্তিনি সম্প্রদায়কে রক্ষা করার জন্য এগিয়ে আসতে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেন যথাযথ সম্মান জানানো হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। অপর এক খবরে বলা হয়, জেরুজালেম আল কুদস এবং রামাল্লা ভিত্তিক ইউরোপীয় ইউনিয়নের মিশন পশ্চিম তীরের খান আল-আহমার গ্রামের কাঠামো ধ্বংসে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে। এদিকে ইসরাইলের বক্তব্য হচ্ছে, কোনো অনুমতি ছাড়াই এসব বাড়িঘর নির্মাণ করেছিল ফিলিস্তিনিরা। তবে জাতিসংঘের মতে, ফিলিস্তিনিরা বসতি নির্মাণ করতে অনুমতি চাইলে ইসরাইল কর্তৃপক্ষ কখনোই তা দেয় না। গত ২৩ ডিসেম্বর ইসরাইলি বসতি স্থাপনকে বেআইনি উল্লেখ করে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ। এ বিষয়ে প্রথমে মিসর প্রস্তাব উত্থাপন করলেও পরে ট্রাম্পের হস্তক্ষেপে তা প্রত্যাহার করে দেশটি। পরে নতুন প্রস্তাব উত্থাপন করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভেনেজুয়েলা ও সেনেগাল। ভোটে ১৫ সদস্যের পরিষদে ১৪টি রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। শুধু যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। জেরুজালেম পোস্ট, আল- জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ