Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উমর খালিদ ইস্যুতে দিল্লিতে ফের সংঘর্ষ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ছাত্র নেতা উমর খালিদকে একটি সেমিনারে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে বিজেপির ছাত্র শাখা এবিভিপি ও বামপন্থী সংগঠনগুলোর মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। দুদিনে দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু’পক্ষের মধ্যে মারপিট ও প্রবল উত্তেজনার পর গত বৃহস্পতিবার কয়েকশ’ বামপন্থী ছাত্রছাত্রী দিল্লি পুলিশের সদর দফতরের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, দিল্লি পুলিশের কর্মীরা এবিভিপি’র সঙ্গে হাত মিলিয়ে তাদের বেধড়ক মারধর করেছেন। অন্যদিকে এবিভিপি মারধরের অভিযোগ অস্বীকার করে বলছে, উমর খালিদের মতো নেতাদের কিছুতেই দেশদ্রোহী কাজকর্ম চালাতে দেয়া হবে না।
সকাল থেকেই দিল্লির প্রাণকেন্দ্র আইটিও এলাকায় পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ করতে থাকে বামপন্থী ছাত্র সংগঠন আইসা’র কর্মী সমর্থকরা। রাজধানীকে প্রায় অচল করে দেয়া এই আন্দোলনে তাদের দাবি ছিল- এবিভিপি ও দিল্লি পুলিশের সমর্থকরা গত দু’দিন ধরে তাদের যে ব্যাপক মারধর করেছে তাতে প্রতিটি অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা মামলা রুজু করতে হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ