Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে জেলা আঞ্চলিক ইজতেমা শুরু

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে নাটোরে শুরু হয়েছে তাবলীগ জামায়াতের তিন দিনব্যপী জেলা আঞ্চলিক ইজতেমা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নাটোর জেলা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দলবেঁধে মুসল্লিরা আসতে শুরু করেছে। শহরের বাইপাস এলাকাস্থ মারকাজ জামে মসজিদ সংলগ্ন মাঠে থেকে তেবাড়িয়া হাট পর্যন্ত ৮টি খিত্তায় প্রায় ৭০ হাজার মুসল্লির অবস্থান ও ৫০ হাজার মুসল্লির রাত্রীযাপনের ব্যবস্থা করেছে। ইজতেমায় অংশগ্রহণকারী বিদেশী মেহমানদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, আলজেরিয়া ও সোমালিয়ার তাবলীগ দলগুলো মসজিদে অবস্থান করবেন। জেলা স্বাস্থ্য বিভাগ বিএমএ, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং আল-আরাফা ইসলামী ব্যাংকের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইজতেমা আয়োজনের শূরা সদস্য মাওলানা মনিরুল কাইয়ুম জানান, লক্ষাধিক মানুষের জন্য পানি, টয়লেট, বিদ্যুৎ, মাইক, প্যান্ডেল, পাহারা এবং হারানো ও প্রাপ্তি- এই সাতটি কাজের ব্যবস্থাপনার জন্য দল গঠন করা হয়েছে।
এছাড়া ৮টি পানির পাম্প, ৬০০টি টয়লেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ একটি ট্রান্সফরমার স্থাপন করেছে। লক্ষাধিক মুসল্লি শুক্রবার জুম্মার নামাজ আদায় করবে বলে আশা করছেন ইজতেমা কর্তৃপক্ষ। আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ইজতেমায় একটি উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে- যা জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকবে। পুরো বাইপাস জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্নস্থানে চেক পোস্ট স্থাপন, সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স এর অবস্থানের মাধ্যমে ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ