Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাশনাল ডিফেন্স কলেজ-এ ক্যাপস্টোন কোর্স সমাপ্ত

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আইএসপিআর : ন্যাশনাল ডিফেন্স কলেজে ২ সপ্তাহব্যাপী ক্যাপষ্টোন কোর্স-২০১৭/১ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সটি ৮ম বছরে পদার্পণ করেছে এবং নীতিনির্ধারণী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। মন্ত্রী সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল ফেলোগণকে ধন্যবাদ জানান। মন্ত্রী তার ভাষণে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। কোর্সে ৪ জন সংসদ সদস্য, ৪ জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা/ প্রয়োগবিদ, ৩ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, ২ জন প্রখ্যাত শিক্ষাবিদ, নীতি নির্ধারণী পর্যায়ের ১ জন প্রধান প্রকৌশলী, ১ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ১ জন ব্যাংক এবং আর্থিক খাত সমূহের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, ৭ জন বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ/ শিল্পপতি/ প্রধান নির্বাহী, ২ জন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ১ জন উচ্চ খ্যাতিসম্পন্ন বেসরকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি এবং ২ জন অনারারী কনসাল জেনারেলসহ মোট ২৮ জন ফেলো অংশগ্রহণ করেন। এর আগে কৃষিমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কলেজে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান কলেজের কমান্ড্যান্ট লেফট্যানেন্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাশনাল

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ