মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সর্বোচ্চ লঙ্ঘন করে ফিলিস্তিনিদের চরম ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল। নির্বিচারে আটক থেকে শুরু করে নির্বিচারে হত্যাকা- পর্যন্ত ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের সীমা বিস্তৃত বলেও এই মানবাধিকার সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়। তেল আবিব কর্তৃপক্ষ মানবাধিকার আইন লঙ্ঘনের ক্ষেত্রে সব আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ফেলেছে বলে প্রকাশ করা হয় বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশানালের বার্ষিক মানবাধিকার রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয় ইসরাইল ফিলিস্তিনিদের শুধু নির্বিচারে গ্রেফতারই করছে না বরং গ্রেফতারকৃতদের ওপর পাশবিক নির্যাতনও চালাচ্ছে। গ্রেফতারের পাশাপাশি হত্যাকা-ের বর্ণনাও দিয়েছে এই রিপোর্ট। ফিলিস্তিনি প্রতিবাদকারীদের একটা বড় অংশের ওপর হত্যাকা- চালানো হয় যেখানে প্রায় হত্যাকা-ই বিচারবহির্ভূত হত্যাকা-। প্রায় ৬৫০০ জন ফিলিস্তিনিকে এখনো গ্রেফতার করে রেখেছে ইসরাইল। পাশাপাশি গত অক্টোবর থেকে প্রায় ২৮০ জন ফিলিস্তিনি নির্মমভাবে হত্যা করে ইসরাইল। সম্প্রতি গৃহ উচ্ছেদের মাধ্যমে নতুনভাবে আগ্রাসন শুরু করেছে ইসরাইল। ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংক অঞ্চলে এই পর্যন্ত প্রায় ১০৮৯টি বাড়ি উচ্ছেদ করে দেয় ইসরাইল। যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি গৃহহারা হয়। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।