Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভিক্ষ মোকাবেলায় ৪৪০ কোটি ডলার প্রয়োজন : গুতেরেস

খাদ্যাভাবে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ৪টি দেশের ২ কোটি মানুষ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাপী খাদ্যাভাবে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ২ কোটি মানুষ। এরইমধ্যে দক্ষিণ সুদান, নাইজেরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনে দুর্ভিক্ষ মোকাবেলায় জাতিসংঘের ত্রাণ সংস্থার জন্য প্রায় ৪৪০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে গুতেরেস জানান, চারটি দেশের প্রায় দুই কোটি মানুষ অনাহারে রয়েছে। তিনি বলেন, মানবিক বিপর্যয় রোধ করতে মার্চের শেষ নাগাদ আমাদের প্রায় ৪৪০ কোটি ডলার প্রয়োজন। এখন পর্যন্ত জাতিসংঘ মাত্র ৯ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যত দ্রুত সম্ভব এ তহবিল যোগান দেয়ার আহ্বান জানানো হয়েছে। গত সোমবার দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হয়। অপর দিকে ঘোষণা না দেওয়া হলেও বহুদিন ধরেই অনাহারে রয়েছেন নাইজেরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের অসংখ্য মানুষ। প্রসঙ্গত, সোমালিয়ার দুর্ভিক্ষের কারণ খরা। বাকি দেশগুলোতে সংঘাত আর মানব সৃষ্ট কারণে ঘটছে এমন বিপর্যয়। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে চলা সংঘাতে খাদ্য সংকটে অন্তত ৫০ লাখ অধিবাসী আর ৫ লাখ শিশু ভুগছে চরম অপুষ্টিতে রয়েছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রধান সিয়ারান ডোনেলি জানিয়েছেন, অনেক আগে থেকেই তারা বিশেষ করে দক্ষিণ সুদানের বিপর্যয়ের কথা বলে আসছিলেন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এতে কোনও সাড়া দেয়নি। জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে বলেন, লাখ লাখ মানুষ অনাহার, অপুষ্টিতে মৃত্যুঝুঁকিতে দিনযাপন করছেন। যা যে কোনও সময় রোগের বিস্তার ঘটিয়ে মহামারির আকার ধারণ করতে পারে। তারা খাদ্যের অভাবে নিজেদের পশু এবং আগামী বছরের জন্য জমানো শস্য খাওয়া শুরু করলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চল গত বছর থেকেই দুর্ভিক্ষে আক্রান্ত রয়েছে। আর সোমালিয়ায় তা চলছে ২০০০ সাল থেকে। ২০১১ সালের দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাবে, যাদের মধ্যে অর্ধেকের বেশিই ৫ বছরের কম বয়সী শিশু। ইউনিসেফ জানিয়েছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মাসের মধ্যে এই চারটি দেশে অন্তত ১৪ লাখ শিশুর মৃত্যু হবে একমাত্র খাবারের অভাবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ