Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অহিংস মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে -আমীরে জমিয়াতুস সালেকীন

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জমিয়াতুস সালেকীন আমীর ও মৌকারা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী বলেছেন, দাওয়াত ও তালীমের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে পারলে এটা আখেরাতের আরেকটি বড় সম্বল হয়ে দাঁড়াবে। অহিংস মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ইসলামের প্রচার-প্রসারে জমিয়াতুস সালেকীনের ভূমিকাকে দেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। সুন্নিয়াতের আদর্শকে লালন করে সন্ত্রাস, জঙ্গীবাদমুক্ত দ্বীনের আলোয় আলোকিত সমাজ গঠনের ব্রত নিয়ে এগুতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর আশ্রাফপুরে ওয়ালিয়া একাডেমির হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জমিয়াতুস সালেকীনের এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে আমীরে সালেকীন নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুস সালেকীন’র সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আলহাজ্ব শাহ মোহাম্মদ মহীউদ্দিন, অতিরিক্ত সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আহসানুল করীম আল আযহারী, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব জাহিদুল মাওলা হেলাল, বাংলাদেশ জমিয়াতুস ছাত্র সালেকীন’র কেন্দ্রিয় সভাপতি শাহ মুহাম্মদ মাসউদ ও যুব সালেকীন’র কেন্দ্রিয় সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। সভায় বাংলাদেশ জমিয়াতুস সালেকীন’র কুমিল্লা জেলা শাখা, মহানগর শাখা ও জেলা যুব সালেকীনের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অহিংস মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে -আমীরে জমিয়াতুস সালেকীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ