Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বিভাগেই সেরা ভারত

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রোলবল বিশ্বকাপের চতুর্থ আসরে পুরুষ ও মহিলা দু’বিভাগেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ভারত। ভারতীয় পুরুষ দল আসরে হ্যাটট্রিক শিরোপা জিতলেও মহিলারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ফাইনালে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত  ৮-৭ গোলে ইরানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলে ভারতীয় পুরুষ দল। তবে ভারতের এই জয় নিয়ে বিতর্ক রয়েছে বলে মনে করেন ইরানি খেলোয়াড়রা। কারণ এক পর্যায়ে ইরান ৭-৬ গোলে এগিয়েছিল। তাদের অভিযোগ, ম্যাচের ঠিক শেষ মুহূর্তে ফাউলের অজুহাতে ইরানের একজনকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। যার ফলে ভারতের ম্যাচ জেতা সহজ হয়। তাই ম্যাচ শেষে ইরানি খেলোয়াড় ও সমর্থকরা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ধুয়োঃধ্বনি দেন। পুরুষ দলের সাফল্যের দিন ভারতীয় মহিলা দলও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখায়। এদিন একই ভেন্যুতে মহিলা বিভাগের ফাইনালে তারা ৬-৪ গোলে ইরানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেরার খেতাব জিতে নেয়।
অন্যদিকে শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপ শুরু করলেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশ পুরুষ দলকে। কাল দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইরান ১১-৩ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশকে। পরে স্থান নির্ধারণী ম্যাচেও কেনিয়ার বিপক্ষে ৭-১ গোলে হেরে যায় স্বাগতিকরা। ফলে বিশ্বকাপে চতুর্থস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজদের।
সকালে শেষ চারের প্রথম লড়াইয়ে ভারতীয় পুরুষ দল ১০-৪ গোলে হারায় কেনিয়াকে। এই ভেন্যুতে মহিলা বিভাগের প্রথম সেমিফাইনালে সকালে ইরান ৩-২ গোলে গত আসরের চ্যাম্পিয়ন কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিতে ভারতীয় মহিলা দল ৮-৩ গোলের জয় পায় সেনেগালের বিপক্ষে।
সেমিফাইনালে বাংলাদেশ-ইরান ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি স্বাগতিক পুরুষ দল। তবে চেষ্টা করেছে তারা। ম্যাচে উত্তেজনার পারদ তরতর বাড়ছিল। চাপেই হোক কিংবা রাগেই হোক, বাংলাদেশ দলের ভারতীয় কোচ সুনিল থাপ্পর মেরে বসেন ইরানের কোচ কাম খেলোয়াড় মোহাম্মদ রেজা শেখ জাফরির গালে। আর এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। লালকার্ডও দেখতে হয় তাকে। পরে অবশ্য ক্ষমা চান সুনীল। এমন অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়েই রোলবল বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।
গ্রুপ পর্ব থেকে প্রি-কোয়ার্টার এবং কেয়ার্টার ফাইনাল- দুর্দান্তভাবে খেলেছে বাংলাদেশ। দ্বীন হাসান হৃদয়, আরাফাতদের গোলের তোড়েই ভেসে গেছে প্রতিপক্ষ। রোলবল বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ওঠে লাল সবুজের ছেলেরা। কিন্তু ছয় ম্যাচে হৃদয়দের সেই দুরন্ত খেলা হঠাৎ করেই যেন উবে গেল। যাদের টেকনিক আর গতির তোড়ে ভেসে গেছে অন্য প্রতিপক্ষ, সেই বাংলাদেশকেই বড় অসহায় দেখা গেল কাল। ইরানের ক্ষিপ্রতার কাছে গিনিপিগই মনে হয়েছে আসিফ বাহিনীকে। বার বার খেলোযাড় পরিবর্তন করেও কাজে আসেনি স্বাগতিকদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইরান। উচ্চতার সুযোগ বেশ ভালোই কাজে লাগিয়েছে ইরানি পুরুষ দল। উচ্চতার সুযোগে বার বার বাংলাদেশের খেলোয়াড়দের কনুই দিয়ে আঘাত করেছে ইরান। বিশেষ করে বাংলাদেশ দলের গোল মেশিন খ্যাত হৃদয়কে একাধিক বার আহত করে মাটিতে ফেলেছে। ফলে ইরানের অসাধারণ গতির কাছে হার মানতে বাধ্য হয়েছে বাংলাদেশ। দুর্ভাগ্য ভর করেছিল লাল সবুজ শিবিরেও। ইরানের সাতটি ফাউলের বিপরীতে দু’টি পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে থাকা হৃদয়। তবে ম্যাচে একাই তিন গোল করেছেন তিনি। ফলে হারের ব্যবধান কমে ৩-১১ গোলে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ভারতীয় কোচ সুনীল ধাগে প্রশংসায় করেন নিজ দলের খেলোয়াড়দের। তিনি বলেন, ‘বিশ্বের ৪০টি দেশের মধ্যে বাংলাদেশ এখন চতুর্থ। তা ছাড়া ইরান গত বিশ্বকাপের রানার্সআপ। আমার মূল্যায়ন সব মিলিয়ে এই ইরানের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্স করেছে। ভবিষ্যতে এই দল আরও ভালো করবে।’









 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ