Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টেস্ট জয়ের স্বাদ পেতে চান তাসকিন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঘনিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর। আর মাত্র ৪ দিন পর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ক্রিকেট দল।  বিচ্ছিন্নভাবে গতকাল থেকে অনুশীলন শুরু করেছেন। হায়দারাবাদ টেস্ট খেলে কক্সবাজারে ক’দিন ফুরফুরে মেজাজে কাটিয়ে  অনুশীলন শুরু করে দিয়েছেন পেস বোলার  তাসকিন।  এবারই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তাসকিন। শুরুতেই টেস্ট এ নামছেন এই বাংলাদেশের এই এক্সপ্রেস বোলার।  প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ সাড়ে ৩ বছর অনুপস্থিতিতে থাকা যে বোলারের লম্বা স্পেলে বোলিং নিয়ে কোচ হাতুরুসিংহে নিজেই ছিলেন সন্দিহান, সেই তাসকিনই খেলেছেন সর্বশেষ তিন ম্যাচ! করেছেন লম্বা স্পেলে বোলিং! টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়া এই বোলার এখন তিন ভার্সনেই অপরিহার্য বোলার। তবে টি-২০, ওয়ানডে ক্যারিয়ারে জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত টেস্ট জয়ের স্বাদ পাননি তাসকিন। ক্যারিয়ারে ২৩ ওয়ানডে ম্যাচে দেখেছেন ১১টি জয়, ১৪ টি-২০তে জয় সেখানে  ৬টি জয়ে করেছেন প্রতিনিধিত্ব।  ২১ বছর বয়সী তাসকিন টেস্টে নিজের পারফরম্যান্সে অতৃপ্ত। শ্রীলংকা সফরে এই অতৃপ্তি ঘোচাতে চান তিনিÑ ‘ব্যক্তিগতভাবে টেস্টের পারফরমেন্সে আমি খুশি নই। দুঃখজনকভাবে তিনটা টেস্টই হেরেছি। জয়ের স্বাদটা সব সময়ই একটু আলাদা। আশা করি, সামনে সব কিছু ভালো হবে- এমন প্রত্যাশা নিয়েই শ্রীলঙ্কা যাবো।’
ক্যারিয়ারে তিনটি টেস্টই খেলেছেন তাসকিন উপর্যুপরি। নিউজিল্যান্ড সফরে শেষ ২টি ম্যাচ ছিল টেস্ট, ভারতের হায়দারাবাদেও খেলেছেন টেস্ট, এবার শ্রীলংকা সফর শুরু করবে বাংলাদেশ টেস্ট দিয়ে।  টেস্ট খেলে অভ্যস্থ তাসকিন টেস্ট দিয়ে শ্রীলংকা সফর শুরু হওয়ায় তেঁেত আছেন- ‘ভালো হয়েছে শ্রীলঙ্কায় টেস্ট আগে। ওয়ানডে আসতে আসতে ভাই (মাশরাফি) ঠিক হয়ে যাবে।’
ক্যারিয়ারে প্রথম তিনটি টেস্টে নিজের ভুল-ত্রুটি নিয়ে করছেন কাজ তাসকিন। ভুল শুধরে শ্রীলংকা সফরে দারুন কিছুর প্রত্যয় তারÑ ‘শেষ কয়েকটি সিরিজের ভুলগুলো সামনে শোধরাতে চাই। আমি ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কায় ভালো কিছু করতে চাই।’ টেস্টে ফিজিক্যালি ফিট থাকার উপায় তাকে বাতলে দিয়েছেন মাশরাফি, তা অকপটে স্বীকার করেছেন তাসকিনÑ ‘ওয়ানডে, টি-২০’র চেয়ে টেস্টে চাপ অনেক বেশি পড়ে।  ফিট থাকতে অনেক কিছু মেনে চলতে হয়। মানসিক শক্তিটা এখনে গুরুত্বপূর্ণ।  মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলছি। মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করছি। এ ক্ষেত্রে মাশরাফি ভাই আমার পথ প্রদর্শক।  এসব নিয়ে বেশি না ভাবতে বলেছেন মাশরাফি ভাই।  ভাইকে ( মাশরাফি) টেস্টে মিস করি। টেস্টেও ভাই থাকলে ভালো হতো, মাঠে অভিভাবক পেয়ে যেতাম।’ মাশরাফি শুধু তার আইডলই নন, একজন মেন্টরও বটে, এমনটাই বলেছেন তাসকিনÑ ‘ভাই না থাকলে যে কী হত! সব কিছুতেই মাশরাফি ভাই আমার মেন্টর। ক্রিকেট, মাঠের বাইরে, লাইফস্টাইল সব কিছুতেই তিনি আমার মেন্টর।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ