গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের এক যাত্রীর পেটে পাওয়া গেছে ছয়টি স্বর্ণের বিস্কুট। গতকাল বুধবার দুবাই থেকে আসা জামাল হোসেন নামে ওই যাত্রীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সকাল ১০টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছেন ওই যাত্রী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি কিছিুই স্বীকার করেননি। পরে অপারেশন করে পেট থেকে বের করা হবে বলা হলে স্বর্ণের বারের বিষয়টি স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।