Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের জ্বালানি বাজারে প্রবেশেআগ্রহী ভারত

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের কাছে পরিশোধিত তেলজাত পণ্য বিক্রির পরিকল্পনা করছে ভারত। পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক আরো জোরদারে এ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে নয়াদিল্লি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্যে পাঁচদিনের সফরে মিয়ানমার গেছেন ভারতের জ্বালানিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ সফরে তেল অনুসন্ধান, পরিশোধন ও খুচরা পণ্যের বাজার পর্যবেক্ষণ করবেন তিনি। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারের জ্বালানি ও গ্যাস পাইপলাইন বসানোর বিষয়ে জ্বালানিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম শুরু করেছে মিয়ানমান। নতুন রাস্তা, কারখানা ও বিমানবন্দর তৈরি করতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন। এছাড়া ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ গ্রæপের ইউনিট বিএমআইয়ের এক গবেষণায় দেখা গেছে, ২০২৬ সাল পর্যন্ত আগামী ১০ বছরে মিয়ানমারের পরিশোধিত জ্বালানি ব্যবহারের হার বার্ষিক গড়ে ৬ শতাংশ বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশটির গাড়ির জ্বালানি (গ্যাস অয়েল, ডিজেল) চাহিদা বৃদ্ধি পাবে। জনগণের সম্পদের ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে দেশটিতে গাড়ির মালিকের সংখ্যা দ্রæত বাড়ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটিতে গাড়িবহর ১৮ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে মিয়ানমারের পরিশোধিত জ্বালানির বাজার ধরতে আগ্রহী ভারত। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের ইউনিট এনআরএল মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে গ্যাস অয়েল বিক্রির বাজার
খুঁজছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ