Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতার ডাক

ইসরাইলকে টিউমার বলে আখ্যায়িত করলেন খামেনি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে নিজ দেশের আপোসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে খবরে বলা হয়েছে। ইসরাইলকে টিউমার আখ্যা দিয়ে এর থেকে ফিলিস্তিনকে স্বাধীন করার ডাক দেন তিনি। গত মঙ্গলবার ফিলিস্তিনি ইন্তিফাদার সমর্থনে ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন খামেনি। সম্মেলনে তিনি ইসরাইলকে টিউমারের সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে টিউমারটি ক্রমাগত বেড়ে চলেছে এবং এর চিকিৎসাও দ্রæত করতে হবে বলে মন্তব্য করেছেন খামেনি। দুদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খামেনি বলেন, একাধিক ইন্তিফাদা এবং অব্যাহত প্রতিরোধ গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সফল হয়েছে। এখন এ আন্দোলন তার অন্যান্য লক্ষ্যের দিকে চলতে শুরু করেছে যা আসলে ফিলিস্তিনের পরিপূর্ণ স্বাধীনতা। এ সাফল্যের মধ্যে খামেনি ২০০০ সালে দক্ষিণ লেবানন এবং ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলকে সৈন্য প্রত্যাহারে বাধ্য করার কথা উল্লেখ করেন। ফিলিস্তিনি ইন্তিফাদার সমর্থনে ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে খামেনির পাশাপাশি সঞ্চালক হিসেবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পার্লামেন্ট ও বিচার বিভাগের প্রধান আলি লারিজানি ও আয়াতুল্লাহ সাদেঘ লারিজানি বক্তব্য রাখেন। ৮০টি দেশের অতিথি এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে আলজেরিয়া, মালি, দক্ষিণ কোরিয়া, লেবানন ও সিরিয়ার পার্লামেন্ট স্পিকাররা রয়েছেন। এছাড়া আরো অংশগ্রহণ করেছেন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের নেতা রামাদান সালাহ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ