Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুতার্তে সিরিয়াল কিলার : দে লিমা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তেকে সিরিয়াল কিলার বলে অভিহিত করেছেন দেশটির প্রভাবশালী সিনেটর লেইলা দে লিমা। দে লিমা গত মঙ্গলবার এ কথা বলেন। সাবেক মানবাধিকার কমিশনার দে লিমার বিরুদ্ধে অভিযোগ, বিগত সরকারের আমলে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় মাদক চোরাচালান চক্র পরিচালনা করতেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে দে লিমাকে গ্রেফতার করে দুতার্তে প্রশাসন। তবে দে লিমা ও তার ভক্তদের দাবি, প্রেসিডেন্টের অন্যতম প্রধান সমালোচকের মুখ বন্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। দে লিমা বলেন, সন্দেহাতীতভাবে দুতার্তে একজন খুনি ও মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার। মন্ত্রিসভার সদস্য ও সাধারণ মানুষকে প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন তিনি। মন্ত্রিসভার কাছে দুতার্তেকে মানসিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করার আহŸান জানান দে লিমা। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ