Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া-ইউএইর প্রতিরক্ষা সম্পর্ক জোরদার

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্পমন্ত্রী ক্রিস্টোফার পাইনের সঙ্গে বৈঠক করেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। আবুধাবিতে দ্বিবার্ষিক আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন (আইডিইএক্স) অনুষ্ঠিত হচ্ছে। ইউএইর সামরিক বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারের দায়িত্বে থাকা যুবরাজ শেখ মোহাম্মদ সম্মেলনে অংশগ্রহণকারী পাইনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের ব্যাপারে আলাপ করেন তারা। উভয় পক্ষ ১০ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সম্মত হয়েছে। পাইন জানান, পরিকল্পনার আওতায় আবুধাবির কাছে ৭৬ কোটি ৭০ লাখ ডলারের প্রতিরক্ষাসামগ্রী বিক্রি করবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষাসামগ্রী ক্রয়কে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি দৃঢ় সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন আমিরাতি যুবরাজ। তবে প্রতিরক্ষাসামগ্রী বেচাকেনার চুক্তিটি এখনো চ‚ড়ান্ত হয়নি। এ চুক্তির আওতায় পণ্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি অস্ট্রেলীয় কোম্পানিগুলোর কাছ থেকে জ্ঞান আহরণ করবে আমিরাতি প্রতিষ্ঠানগুলো। পাইন বলেন, শুধু বিদেশি প্রতিরক্ষাসামগ্রী ক্রয় করা নয়, নিখাদ একটি অংশীদারের সন্ধান করছে ইউএই। অস্ট্রেলীয় দৃষ্টিভঙ্গি ইউএইর এ মনোভাবের সঙ্গে ভালোভাবে খাপ খায় বলে মনে করেন তিনি। চুক্তির আওতায় প্রতিরক্ষায় ব্যবহৃত উচ্চগতিসম্পন্ন সহায়ক জলযান ও গোলাবারুদের মতো বড় মাপের জিনিস থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে ব্যবহার্য সব ধরনের দ্রব্যাদি কিনবে ইউএই। প্রতিরক্ষাসামগ্রীতে অস্ট্রেলিয়ার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে। পাইন বলেন, উপক‚লীয় সুরক্ষা ও নজরদারিতে অস্ট্রেলিয়া বিশেষ পারদর্শী। মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে অস্ট্রেলীয় এ পারদর্শিতা ভাগাভাগি করা হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ