Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশে নির্বাচনী ফলের পরে মোদির কাউন্টডাউন শুরু হয়ে যাবে : লালু প্রসাদ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাউন্টডাউন শুরু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তিনি গত মঙ্গলবার উত্তর প্রদেশের লক্ষনৌতে সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন। লালু প্রসাদ যাদব সপা-কংগ্রেস জোট প্রার্থীদের সমর্থনে আমেথিসহ কয়েকটি স্থানে নির্বাচনি সভা করবেন। তিনি বলেন, ‘উত্তর প্রদেশে শুধু কংগ্রেস-সপা জোট নয়, মোদির বিরুদ্ধে এটা মহাজোট হয়েছে। আমরা বিহার থেকে বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছি। উত্তর প্রদেশে জোট প্রচুর আসনে জয়ী হবে এবং এখানে অখিলেশ যাদব (সপা প্রধান ও মুখ্যমন্ত্রী) আবারো ক্ষমতায় আসতে চলেছে।’ লালু প্রসাদ বলেন, ‘বিজেপি খুব খারাপ রাজনীতি করা শুরু করেছে। ক্ষমতা লাভের জন্য বিজেপি সবকিছু করতে প্রস্তুত। ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে এবং ধর্মকে রাজনীতিতে নিয়ে আসছে।’ লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তাকে স্বৈরশাসক বলে অভিহিত করে তিনি দেশকে খÐ খÐ করে ধ্বংস করে দেবেন বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী এর আগে নিজেকে ‘ফকির’ বলে উল্লেখ করে প্রয়োজনে ঝোলা নিয়ে চলে যাবেন বলে যে মন্তব্য করেছিলেন লালু প্রসাদ তারও সমালোচনা করেন। তিনি বলেন, ‘মোদি বলেছেন, আমার কী, ঝোলা নিয়ে চলে যাব। কিন্তু তিনি বলেননি যে ওই অদৃশ্য ঝোলায় আম্বানি, আডানিসহ আর কারা কারা আছেন।’ প্রধানমন্ত্রীকে দল এবং বিদ্বেষের ঊর্ধ্বে ওঠা উচিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশবাসী এমন প্রধানমন্ত্রী দেখেননি যে যিনি বুকে দলীয় চিহ্ন লাগিয়ে ধর্ম এবং জাতি সম্পর্কে কথা বলে দেশবাসীর অনুভূতিকে উসকে দেয়ার কাজ করেছেন। ডিএইচ ও পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ