বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। গতকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফলে হাইকোর্টের দেয়া জামিনাদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে দুর্নীতির আরেকটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন বিবেচনাধীন থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। এর আগে ১৫ হাইকোর্ট একটি বেঞ্চ মির্জা আব্বাসকে জামিন দেন। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার ২ মামলায় তিনি গত ৬ জানুয়ারি নিম্নআদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্নআদালতে জামিন নাকচ হওয়ার পর উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়। মির্জা আব্বাস বর্তমানে কারাগারে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।