Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি গেল শতাধিক মার্কিনির

অভিবাসীদের পক্ষে ধর্মঘটে যোগ দেয়ার পরিণতি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত সপ্তাহে অভিবাসীদের সমর্থনে ধর্মঘটে অংশ নিয়ে শতাধিক মার্কিন নাগরিক চাকরি হারিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ডে উইদআউট ইমিগ্র্যান্টস নামের এই প্রতিবাদে অংশ নিয়ে এসব কর্মীরা কর্মস্থলে যোগ দেননি। গত বৃহস্পতিবারের এ ধর্মঘট আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রে অভিবাসীদের গুরুত্ব তুলে ধরতে। এতে অংশ গ্রহণকারী শতাধিক নির্মাণ শ্রমিক ও রেস্তোরাঁ কর্মী তাদের চাকরি হারিয়েছেন। এক নিয়োগকর্তা মার্কিন সংবাদমাধ্যকে জানিয়েছেন, শ্রমিকদের প্রতিবাদের মূল্য দিতে হবে। 

খবরে বলা হয়, ধর্মঘটে অংশ গ্রহণকারীদের চাকরিচ্যুত করলেও ক্ষোভ নেই অনেকের। যেমন, কলারোডোর কমার্স সিটিতে জেভিএস ম্যাসনারিতে কর্মরত জিম সেরেভস্কি জানান, ৩০ জনকে চাকরিচ্যুত করাতেও তার মনে কোনো দুঃখ নেই। শ্রমিকদের সতর্ক করা হয়েছিল। এটা করলে কোম্পানির ক্ষতি হবে বলেও জানানো হয়েছে। আপনারা যদি টিমের বিরুদ্ধে যান তাহলে টিমের অংশ হওয়ার যোগ্যতা আর আপনার থাকে না। অবশ্য, চাকরিচ্যুতদের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একেক মার্কিন সংবাদমাধ্যমে চাকরিচ্যুতদের সংখ্যা একেকটা বলা হচ্ছে। বৃহস্পতিবার ব্যাপক হারে এ ধর্মঘটে অংশ নেন মার্কিন শ্রমিকরা। শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এতে যোগ দেন। এছাড়া গত সোমবার প্রেসিডেন্টস হলি ডে তে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অপর এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশে বহু মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, যুক্তরাষ্ট্র বিশেষ কোনো ধর্মের বা বর্ণের নয়। যেখান থেকেই আগমন ঘটুক, যুক্তরাষ্ট্র সব বর্ণ-ধর্মের মানুষের দেশ। আমিও মুসলিম, তুমিও মুসলিম, আমরা সবাই মানুষ। দেয়াল নির্মাণ বন্ধ করো, অভিবাসী নিষেধাজ্ঞা নয়। ঘৃণাকে পরাজিত করে যুক্তরাষ্ট্রে ভালোবাসার জয়যাত্রা ঘটবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসননীতির প্রতিবাদে নিউইয়কের্র প্রতিবাদ সমাবেশে এমন সব ¯েøাগান দিয়েছেন বিক্ষোভকারীরা। সঙ্গীত প্রযোজক এবং ব্যবসায়ী রাসেল সায়মনের আহŸানে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটন। চেলসির সঙ্গে তার মেয়েও উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অভিবাসী দল, নানা ধর্মের মানুষ, বিশেষ করে মুসলিমদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে হাজারও মানুষ এ র‌্যালিতে অংশগ্রহণ করে। সিএনএন, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ