Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত চারকিনের আকস্মিক মৃত্যু

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন নিউ ইয়র্কে আকস্মিকভাবে মারা গেছেন। গত সোমবার কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৪ বছর বয়সি চারকিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, কর্মরত অবস্থায় রাশিয়ার একজন খ্যাতিমান ক‚টনীতিক মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা আন্তরিকভাবে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তবে চারকিনের মৃত্যুর কারণ সম্পর্কে এতে কিছুই জানানো হয়নি। ৬৫তম জন্মদিনে পা রাখার এক দিন আগেই মৃত্যু হলো এই রুশ ক‚টনীতিকের। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চারকিন। রুশ বার্তা সংস্থা তাস ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে, চারকিনের মৃত্যুতে প্রেসিডেন্ট গভীরভাবে শোকাহত। তিনি চারকিনের পেশাদারিত্ব ও ক‚টনৈতিক মেধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। উল্লেখ্য, ২০০৬ সালের ১ মে জাতিসংঘে র্ট্রাদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন চারকিন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ছিলেন। খবরে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কর্মরত ছিলেন চুরকিন। হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে মারা যান এ কূটনীতিক। চারকিনের মৃত্যুতে শোক নেমে আসে জাতিসংঘ সদর দফতরে। তার সহকারী পিওতর ইলিচেভ বলেন, রাশিয়ার জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রদূত জীবনের শেষ মুহূর্তেও তার কাজের মাঝেই ছিলেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ