মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মৃত্যু হলেও বিদায় নেবেন না সুন্দর এই পৃথিবী থেকে। বাঁচতে চান আরও অনেক হাজার বছর এমন ইচ্ছা কারো কারো মধ্যে থাকতে পারে। এই সব লোক আশা করে, হয়তো বা কোনও এক দিন তারা বেঁচে উঠবেন। এমনই ইচ্ছা হয়েছিল স্কটিশ এক লেখকের। স্কটল্যান্ডের আইল অব স্কাইয়ের বাসিন্দা ডিজে ম্যাকলেনান। লেখালেখি করেন। গত বছরের নভেম্বরে ক্রায়োনিকস্ পদ্ধতিতে সংরক্ষিত হয়েছিল লন্ডনের ১৪ বছর বয়সী এক কিশোরীর দেহ। মারণরোগ বাসা বেঁধেছিল তার শরীরে। হাজার চেষ্টাতেও বাঁচানো যায়নি তাকে কিন্তু আদালতের রায়ে বেঁচেছিল তার শেষ ইচ্ছে। মৃত্যুর পর মাটির অন্ধকারে চাপা পড়তে চায়নি সে। তাই ক্রায়োনিকস্ পদ্ধতিতে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয়েছে তার দেহ। এই ঘটনার পরেই ইচ্ছাটা মাথা চাড়া দিয়েছিল ম্যাকলেনানের। ইচ্ছে হলো, ওই কিশোরীর মতোই হাজার বছর বেঁচে থাকবেন তিনিও। নাই বা থাকল প্রাণ। তবু দেহটা তো বেঁচে থাকবে। হয়তো আগামীতে অত্যাধুনিক কোনও প্রযুক্তিতে বেঁচেও উঠতে পারেন তিনি। তবে ইচ্ছের দাম তো অনেক। এরিজোনার এলকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন জানায়, সম্পূর্ণ দেহ সংরক্ষণ করতে খরচ পড়বে ৭৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৬২ লক্ষ ৫৭ হাজার ৭৫৭ টাকার কাছাকাছি। আর শুধুমাত্র মস্তিষ্ক সংরক্ষণের খরচ ৪০ হাজার পাউন্ড বা ৩৩ লক্ষ ৩৭ হাজার ৭২০ টাকার কাছাকাছি। খরচের বহরের কথা মাথায় রেখে কিছুটা পকেট বন্ধু মস্তিষ্ক সংরক্ষণকেই বেছে নিলেন ম্যাকলেনান কিন্তু তার মৃত্যুর পর এত টাকা যোগাবে কে। উপায়ও বের করলেন নিজেই। প্রতি মাসে ৫০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০০ টাকা করে দিতে শুরু করলেন এলকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে। যাতে তার শেষ ইচ্ছায় কোনও বাধা না আসে। মৃত্যুর পর কী ভাবে ম্যাকলেনানের দেহ নিয়ে যাওয়া হবে এরিজোনায়, অ্যালকর ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমে এন্টি-ফ্রিজিং তরলের মধ্যে রাখা হবে ম্যাকলেনানের দেহ। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।