মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অনলাইনে নিত্যপণ্য কেনাবেচার ওয়েবসাইট অ্যামাজনে সর্বাধিক বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্পের ব্র্যান্ডের সুগন্ধী (পারফিউম)। অ্যামাজনের বিউটি সেকশনে গত শুক্রবার ইভাংকার ইউ ডে পারফিউম সর্বাধিক বিক্রির মর্যাদা পায়। এটি দেয়া হয় বিউটি সেকশনের একই ধরনের অন্যান্য জিনিসের সঙ্গে তুলনা করে। প্রতি ঘণ্টায় হালনাগাদ করা হয় সর্বাধিক বিক্রির এ তালিকা। খবর ওয়াশিংটন পোস্টের। সম্প্রতি ট্রাম্পকন্যার নামের ব্র্যান্ডের অভিজাত জিনিসপত্র নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া ইভাংকা ব্র্যান্ডের জিনিসপত্র কেনাবেচা করবে না বলে জানায় কয়েকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। সে সময় জরিপে দেখা যায়, শতকরা ৫৭ ভাগ মার্কিন নারী ইভাংকা ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের পক্ষে সায় দেন। সাধারণ জনগণের পকেট থেকে অর্থ ছিনিয়ে নেয়াই ওই ব্র্যান্ডের উদ্দেশ্য বলে প্রচারণা চালানো হয়। প্রচারণায় যুক্তরাষ্ট্রের জনগণকে ট্রাম্পের নামের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিকে বর্জনের আহŸান জানানো হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।