Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোগাদিসুতে বোমা হামলায় নিহত ৩৯

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সপ্তাহান্তে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম এ ধরনের একটি সহিংস ঘটনা ঘটল। গত সোমবার উদ্ধারকর্মীরা এ কথা জানান। রাজধানীর মাদিনা এলাকার একটি ব্যস্ত বাজারে গাড়িবোমা হামলাটি চালানো হয়। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সোমালিয়ার শাবাব জিহাদিরা দেশটিতে প্রায়ই এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে আসছে। জিহাদিরা নতুন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। গত সোমবার মোগাদিসুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদুল কাদির আবদুর রহমান বলেন, এই হামলায় এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছে ও আরো ২৭ জন আহত হয়েছে। গত রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ