Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিয়ংইয়ং থেকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার ঘটনায় ক‚টনৈতিক উত্তেজনা সৃষ্টির জেরে পিয়ংইয়ংয়ে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছে মালয়েশিয়া। এ ছাড়া কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূতকেও তলব করেছে মালয়েশিয়া। সম্প্রতি কুয়ালালামপুর বিমানবন্দরে রহস্যজনকভাবে নিহত হন কিম জং ন্যাম। মালয়েশীয় পুলিশের ধারণা, ফ্লাইটের জন্য অপেক্ষাকালে তাকে বিষয় প্রয়োগে হত্যা করা হয়। এই হত্যাকাÐে জড়িত সন্দেহে রি জং চল নামে এক উত্তর কোরীয়সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া রি জি হিয়ন (৩৩), হং সং হ্যাক (৩৪) ও জং গিল (৫৫) এবং রি জায়ে ন্যাম (৫৭) নামে আরও চারজনকে খুঁজছে উত্তর কোরীয় পুলিশ। এদিকে কিং জম ন্যামকে হত্যার ঘটনায় কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত ক্যাং চোলকে তার মন্তব্যের জন্য তলব করে মালয়েশিয়া সরকার। এর আগে ব্যাপকভাবে এ ধারণা ছড়িয়ে পড়েছিল যে ন্যাম হত্যার নেপথ্যে উত্তর কোরিয়ার ভূমিকা রয়েছে। তবে এখনও কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আর এ হত্যাকাÐের বিষয়ে পিয়ংইয়ং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ