Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের কট্টরপন্থি নেত্রী লি পেনের পার্টির সদর দপ্তরে পুলিশি তল্লাশি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী ম্যারিন লি পেনের চরম ডানপন্থী দল ফ্রন্ট ন্যাশনালের সদর দপ্তরে তল্লাসি চালিয়েছে সে দেশের পুলিশ বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের অর্থ অপব্যবহারের অভিযোগে আনুষ্ঠানিক তদন্তের অংশ হিসাবে গত সোমবার সন্ধ্যায় ওই তল্লাসি অভিযান চালানো হয়। লি পেন-এর বিরুদ্ধে প্যারিসে একজন দেহরক্ষী ও একজন সহকারীর পদে ভুয়া নিয়োগ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থ অপব্যবহারের অভিযোগ রয়েছে। ইইউর তদন্তকারী দল লি পেনের কাছে প্রায় তিন লাখ ৪০ হাজার ইউরো ফেরত চেয়েছে। কিš তিনি ওই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসাবে লি পেন যে বেতন-ভাতা পান সেখান থেকে ওই পরিমাণ অর্থ কেটে রাখা হবে। এর ফলে তিনি এখন বেতন-ভাতা খাতে প্রতি মাসে সাত হাজার ইউরো কম পাবেন। সোমবারের তল্লাসি অভিযানকে ফ্রন্ট ন্যাশনালের পক্ষ থেকেলি পেনের নির্বাচনী প্রচারণায় বিঘœ সৃষ্টির চেষ্টা বলে বর্ণনা করা হয়েছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ