Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমির প্রথম দল টিসি স্পোর্টিস

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মালদ্বীপ টিসি স্পোর্টস ক্লাব প্রথম দল হিসেবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল কিরগিজস্তানের এফসি আলগা দলকে ২-১ গোলে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথমে গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে মালদ্বীপের দলটি। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা একমাত্র গোলে হারিয়েছিল ঢাকা প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। দু’দলের মধ্যকার গতকালের ম্যাচটিতে উভয়দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলে। হাড্ডাহাড্ডির এই ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। তবে কৌশল ও স্ট্যামিনার দিক দিয়ে এগিয়ে ছিল মালদ্বীপের দলটি। তাদের জয়ের পেছনে খেলোয়াড়দের ম্যান টু ম্যান মার্কিং এবং ছোট বড় পাস ভ‚মিকা রেখেছে। তাছাড়া তাদের রক্ষণভাগ ছিল বেশ শক্তিশালী। প্রতিপক্ষের আক্রমণগুলো খুব সহজেই নস্যাৎ করতে সক্ষম হয়েছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমি

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ