Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানারাত কলেজে মাতৃভাষা দিবস উদযাপন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মানারাতে উদযাপিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭। এ উপলক্ষে কলেজের বালক ও বালিকা শাখায় অনুষ্ঠিত হয় পৃথক পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শহিদ দিবসের এই অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: মেহদী হাসান প্রমানিক, উপাধ্যক্ষ ফাতেমা জেমায়মা রহমান ও মুনসী মো: হারুন অর রশীদ। শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতা করেন ইতিহাস, ভূগোল ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রধান রায়হান উদ্দিন, শিক্ষক ফারজানা ফেরদৌস ও হাফিজুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা করে নবম শ্রেণীর মাহিরা জাবিন ও নাফিস আহমেদ।
অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: মেহদী হাসান প্রামানিক তার আলোচনায় বলেন, একুশে ফেব্রæয়ারিকে যেন আমরা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না করে ফেলি।
মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তিনি আরও বলেন, মাতৃভাষার মাধ্যমেই আমরা জ্ঞানার্জন করব, কিন্তু অন্য ভাষাও আমাদের শিখতে হবে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত। তাই আমাদের ইংরেজি শিখতে হবে। মানারাত ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে বাংলা পড়া বাধ্যতামুলক। বাংলাকে আমরা কোনো দিনই অবহেলা করব না। অনুষ্ঠানে মানারাত শিক্ষার্থীদের গান ও কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ