Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : প্রকৃত মুক্তিযোদ্ধাদের তোপের মুখে মৃত পিতাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারায় ক্ষিপ্ত হয়ে মোঃ মালেকুজ্জামান মালেক (৬২) নামের এক প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে সপরিবারে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এ নিয়ে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর নিজে এবং পরিবারের প্রাণ রক্ষায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেছে সেই মুক্তিযোদ্ধা। জানা গেছে, গত ১৮ ফেব্রæয়ারি অফিসার্স ক্লাবে নৌ-পরিবহনমন্ত্রী ও মুক্তিযোদ্ধা যাচাইবাচাই কমিটির মাদারীপুর জেলা কমিটির সভাপতি শাহজাহান খান কালকিনির এনায়েতনগর এলাকার মুক্তিযোদ্ধাদের যাচাইবাছাইয়ের সময় এনায়েতনগরের মৌলভীকান্দি গ্রামের মোঃ শাহাদাত হোসেন তার মৃত পিতা আঃ খালেক মিয়াকে মুক্তিযোদ্ধা দাবি করলে উপস্থিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্বাধীনতা যুদ্ধের সময় আঃ খালেক মিয়া স্বাধীনতা বিরোধী চক্রের মূল হোতা ছিল বলে দাবি করে এসময় উপস্থিত মুক্তিযোদ্ধারা প্রতিবাদে ফেটে পড়ে। মুক্তিযোদ্ধাদের তোপের মুখে শাহাদাত হোসেন অফিসার্স ক্লাব থেকে বের হয়ে এলেও সে মুক্তিযোদ্ধা মালেকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের সপরিবারে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। এনিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলে মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক গত রোববার জীবনের নিরাপত্তা চেয়ে মোঃ শাহাদাত হোসেন, হাবিবুর রহমান ঘরামি ও শফিকুল ইসলাম ওরফে ফিরোজকে বিবাদী করে থানায় সাধারন ডায়েরী করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ