Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের অভিবাসন পরিকল্পনার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ

মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে হাজারো মানুষ র‌্যালিতে অংশ নেয়

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আজ আমিও মুসলিম, আমরা সবাই মানুষ, দেয়াল নির্মাণ বন্ধ কর, অভিবাসন নয়, ডোনাল্ড ট্রাম্প দূর হও, তুমি আমাদের প্রেসিডেন্ট নও- এই ছিল ব্যানারের লেখা। স্থানীয় সময় গতকাল সোমবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এই ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে হাজারো মানুষ এই র‌্যালিতে অংশগ্রহণ করে। এই বিক্ষোভের সহকারী আয়োজক রুসেল সাইমনস বলেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের আমেরিকার সৌন্দর্য দেখাতে আমরা এখানে এসেছি। আমাদের সুন্দর কর্ম ও মনকে উপস্থাপন করছি। র‌্যালিতে অংশ নেয়া সাভেরিয়া সায়মিস্ট বলেন, আমেরিকা অভিবাসীদের দ্বারা তৈরি হয়েছে। অভিবাসনবিরোধী সকল পদক্ষেপ বন্ধ করতে হবে। নিউ ইয়র্কের আরব আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রধান লিন্ডা সারসোর বলেন, এই র‌্যালি আমেরিকার জন্য। কারণ আমেরিকার একটি অংশ মুসলমান সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা সব আমেরিকানের ক্ষতি। বিয়াত্রিস রামিরেজ নামে একজন বলেন, আমি ও আমার পরিবার অভিবাসী। আমি এখানে আমেরিকার সকল অভিবাসীর জন্য সমর্থন জানাতে এসেছি। জু রনসন বলেন, আমেরিকা বর্ণবাদ ও জাতিবিদ্বেষ পোষণ করে না, আমরা এটি সারা বিশ্বকে জানাতে চাই। এখানে আসা হাজার হাজার মানুষ একে অপরকে সমর্থন করছে। আমেরিকা সত্যিকার অর্থে কি চায় তার উপস্থাপন করছে। আমাদের স্ট্যাচু অব লিবার্টির আদর্শ হলো আরো বেশি পরিমাণে সমতা ও সহনশীলতা। ২৭ জানুয়ারি ট্রাম্প নির্বাহী আদেশে ৭টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। দেশটির বিচার বিভাগ এই রায় সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য বলে স্থগিত করে। এদিকে, ট্রাম্প প্রশাসন জানায়, তারা এই সপ্তাহের মধ্যে এই রায় বাস্তবায়ন করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। ট্রাম্পের এই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সমালোচিত হচ্ছে। সিবিএস নিউজ, সিনহুয়া ও ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ