Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামার এক বছরের সমান ভ্রমণ খরচ এক মাসে ব্যয় করলেন ট্রাম্প

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট থাকার সময় সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বছরে ভ্রমণে যে পরিমাণ ব্যয় করেছেন তার সমান ব্যয় এক মাসেই করে ফেলেছেন সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ফ্লোরিডায় তিনটি পারিবারিক সফরে ট্রাম্পের ব্যয় হয়েছে ১১.৩ মিলিয়ন ডলার। রক্ষণশীল পর্যালোচনাকারী সংস্থা জুডিশিয়াল ওয়াচ জানিয়েছে, দায়িত্বে থাকার সময় ওবামা আট বছরের প্রতি বছর ১২.১ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। সংস্থাটির প্রেসিডেন্ট টম ফিটন বলেছেন, এ ধরনের ব্যয় অনেক বেশি। প্রেসিডেন্টকে অবশ্যই তা খেয়াল করা উচিত। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অনন্য বৈশিষ্ট্য হলো, তিনি জানেন কোনও কাজে কেমন ব্যয় হয়। তিনি নিশ্চই অবগত যে, মার-এ-লাগোতে অবস্থান করা বিনামূল্যের কিছু নয়। ট্রাম্পের ভ্রমণের এ ব্যয় জানা গেছে, হোয়াইট হাউস প্রকাশিত প্রতিবেদন থেকে। ট্রাম্পের এই ভ্রমণ ব্যয় বহন করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। পাম বিচের কাউন্টি শেরিফ রিক ব্রডশ জানিয়েছেন, ট্রাম্পে সফরের সময় পুলিশের ওভারটাইম ডিউটির জন্য ৩ লাখ ৬০ ডলার ব্যয় হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ