Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মের ভিত্তিতে কারো ওপর বৈষম্য হওয়া উচিত নয় : মোদি

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ধর্মের ভিত্তিতে কারো উপরে বৈষম্য হওয়া উচিত নয়। গত রোববার উত্তর প্রদেশের ফতেহপুরে এক নির্বাচনী সভায় এমন্তব্য করেন তিনি। মোদি বলেন, সকলের সঙ্গে সবার উন্নয়ন মন্ত্রের সঙ্গে আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। গ্রামে কবরস্থান তৈরি হলে শ্মশানও তৈরি হওয়া উচিত। রমজানে বিদ্যুৎ এলে দেওয়ালিতেও থাকা প্রয়োজন। তিনি আরো বলেন, তৃতীয় দফার নির্বাচনে মানুষ রাজ্যে পরিবর্তনের মন নিয়ে ভোট প্রদান করছে। প্রচার মাধ্যমের দ্বারা মানুষের চোখে ধুলো দেয়া যাবে না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশের সমালোচনা করে মোদি বলেন, তার চেহারায় স্পষ্ট হয়েছে তিনি খেলায় হেরে গেছেন। মানুষের সঙ্গে প্রতারণাকারীদের দেশবাসী কখনো ক্ষমা করতে পারে না। সপা-কংগ্রেস জোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, লোহিয়া যে দলকে জীবনভর বিরোধিতা করেছেন, সেই দলের (কংগ্রেস) কোলে উঠেছেন অখিলেশ। প্রধানমন্ত্রী বলেন, সপার আমলে উত্তর প্রদেশের থানাগুলো সপার দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সেজন্য সুপ্রিমকোর্টকে গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে হয়েছে। যে রাজ্যে সুবিচার দিতে সুপ্রিমকোর্টকে হস্তক্ষেপ করতে হয় সেই রাজ্যে অখিলেশ কী কাজ করেছেন? উত্তর প্রদেশের পরিবহনমন্ত্রী ও সিনিয়র সপা নেতা গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দাখিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। তার বিরুদ্ধে ৩৫ বছর বয়সী এক নারীকে গণধর্ষণে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। প্রজাপতি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে এতে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেন, উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা না থাকার জন্য এখানকার মানুষ নিরাপদ নয়। এখানে কর্মসংস্থান, শিল্প এসব না হওয়াতে লোকেরা অন্যত্র চলে যাচ্ছে। দলিত, শোষিত, নির্যাতিত এবং দরিদ্র মানুষেরাই সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হচ্ছে। সূত্র : পার্সটুডে।



 

Show all comments
  • Aminul Islam Khan ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ৮:২৬ এএম says : 0
    Popularity of The Daily Inqilab soundless at this moment of other than news paper.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ