Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরীয় রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়ার

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম হত্যার ঘটনায় উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত ক্যাং চোলকে তলব করেছে এবং উত্তর কোরিয়ার নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। কুয়ালালামপুর শত্রু শক্তিগুলোর সঙ্গে গোপনে আঁতাত করছে এবং তাদের কিছু লুকানোর আছে বলে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন চোল। তার এসব কথাবার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল মালয়েশীয় কর্তৃপক্ষ। ন্যামের হত্যাকা-ের তদন্তে চোল বিঘœ সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭-য় এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদূত চোল যেসব অভিযোগ করেছেন সেগুলো ব্যাখ্যা করার জন্য তাকে তলব করা হয়েছে। নিজের সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মালয়েশীয় সরকারের কিছু লুকানোর আছে বলে ইঙ্গিত করেছেন। রাষ্ট্রদূত আরো অভিযোগ করেছেন, মালয়েশিয়া বিদেশি শক্তিগুলোর সঙ্গে গোপনে আঁতাত করছে এবং তাদের হয়ে নাচছে। এর পাশাপাশি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে মালয়েশিয়া। জানিয়েছে, পরামর্শ করার জন্য নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তারা। গত সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান নাম। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ