Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মান জেটের পাহারায় আকাশসীমা পার হলো লন্ডনগামী যাত্রীবিমান

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মুম্বাই থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে লন্ডন যাওয়ার পথে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর জার্মান বিমান বাহিনীর জেট ফাইটার উড়োজাহাজটিকে তাদের আকাশসীমা পার করে দিয়েছে পাহারা দিয়ে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার জার্মান আকাশসীমায় পৌঁছানোর পর বোয়িং ৭৭৭ উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা শঙ্কায় জার্মান বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান জেট এয়ারওয়েজের ওই উড়োজাহাজের কাছে পৌঁছে যায় এবং পাশে পাশে উড়ে জার্মান আকাশসীমা পার করে দেয়। পরে এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ জানায়, তাদের ফ্লাইট ৯ড-১১৮ নিরাপদেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছে। মাঝ আকাশে একটি বোয়িং ৭৭৭ এর দিকে দুটি ইউরোফাইটারের ছুটে যাওয়ার নাটকীয় সেই দৃশ্য ধরা পড়েছে ৯ড-১১৮ এর পেছনে এবং কিছুটা ওপরে থাকা আরেকটি উড়োজাহাজের এক ব্যক্তির ক্যামেরায়। এভিয়েশন হেরাল্ডের ওয়েবসাইটে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, জেট এয়ারওয়েজের উড়োজাহাজটির দিকে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে জার্মান বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান। দুটো আকাশযান পেছনে রেখে যাচ্ছে ঘন বাষ্পের রেখা। পরে আরও একটি জেট ফাইটার যোগ দেয় তাদের সঙ্গে। তিনটি উড়োজাহাজকে কাছাকাছি থেকে এগিয়ে যেতে দেখা যায়। এনডিটিভি লিখেছে, ওই ভিডিওর সত্যতা তারা নিশ্চিত করতে পারেনি। জেট এয়ারওয়েজও ওই ভিডিওর বিষয়ে কিছু বলেনি। তবে তারা এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট ৯ড-১১৮ এর বৈমানিকদের আর ওড়ার অনুমতি দেওয়া হয়নি এবং ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের বিষয়ে তদন্ত শুরু করেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ