Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাহুল-অখিলেশের ক্ষোভ নোট বাতিল ইস্যুতে মানুষ বিজেপির ওপর প্রতিশোধ নেবে

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে নোট বাতিল নিয়ে এবার একমঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী ও অখিলেশ যাদব। তাঁদের দাবি, মানুষ বিজেপির ওপর বদলা নেবে। উত্তরপ্রদেশের নির্বাচনে রবিবাসরীয় প্রচারে এসে এদিন ঝাঁসিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ বলেন, নিজের টাকা তোলার জন্য বিজেপি সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এবার, তাঁরা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে ফের লাইনে দাঁড়িয়েছেন। তাঁর আরও দাবি, মানুষের মন বুঝে গিয়েছে বিজেপি। বিজেপির বহু নেতার রক্তচাপ পরীক্ষা করলেই বোঝা যাবে তৃতীয় ও চতুর্থ দফার ফল কী হতে চলেছে। তিনি যোগ করেন, জনসভায় বক্তৃতার মাঝে প্রধানমন্ত্রী ঘাম মুছে জলপান করেন। এখন কত মানুষের জন্য তাঁর ঘাম ঝরবে, সেটাই দেখার। অন্যদিকে, কংগ্রেস সহ-সভাপতি বলেন, অখিলেশের সঙ্গে তাঁর বন্ধুত্বের পর মোদির মেজাজ পাল্টে গিয়েছে। তাঁর মুখের হাসি চলে গিয়েছে। রাহুলের দাবি, মোদি বুঝে গিয়েছেন, উত্তরপ্রদেশে সরকার গঠন করতে চলেছে সপা ও কংগ্রেস। তিনি যোগ করেন, যেমন বিহার নির্বাচনের পর মোদির মুখে ওই রাজ্যের নাম শোনা যায়নি, ঠিক তেমনটাই হতে চলেছে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও। সূত্র: ডেকান হেরাল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ