Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামার গ্রন্থাগারের জন্য প্রয়োজন হতে পারে দেড়শ কোটি টাকা

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শিকাগোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টারের জন্য আরও ১৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন এর স্থপতিরা। এখানে থাকা গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্যই মূলত এই খরচের প্রয়োজন পড়বে বলে আশঙ্কা তাদের। স্থপতি দম্পতি টড উইলিয়ামস এবং বিলে টেসিইন জানান, এই পরিমান অর্থ সংগ্রহ করা খুব কঠিন হবে। ওবামা ক্ষমতায় থাকাকালীন সময়ে এই অর্থ ছাড়ে অতি সতকর্তা অবলম্বন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উইলিয়াম এবং টেসিইন স্থাপত্য সমালোচক পল গোল্ডবার্গের সঙ্গে এক আলোচনায় এসব কথা জানান। লিঙ্কন সেন্টারে ইস্ট হ্যাম্পাটন লঙহাউস রিজার্ভের বার্ষিক সভায় তারা এসব কথা জানান। ওবামা সেন্টার এতো ব্যয়বহুল হওয়ার কারণ হিসেবে স্থপতিরা বলছেন, এখানে গ্রন্থাগারের পাশাপাশি বারাক ওবামা এবং মিশেল ওবামার বিভিন্ন জিনিস দিয়ে একটি যাদুঘরও করা হবে। আর এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচলিত শর্ত অনুযায়ী এখানের ভবন ও গ্রন্থাগারের খরচ চালানো ও দেখভালের জন্য বার্ষিক ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যয় করার সামর্থ্য কর্তৃপক্ষের থাকতে হবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ