মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গণমাধ্যমকে না জানিয়েই ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার গণমাধ্যমকে তার গতিবিধি না জানিয়ে তার ব্যক্তিগত রিসোর্টে যান তিনি। এ জন্য তাকে ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছে। ওয়াশিংটনের একটি গণমাধ্যম জানায়, ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টে বোস্টন দানা ফারবার ক্যান্সার প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন ট্রাম্প। স্থানীয় সময় গত রোববার ডেপুটি প্রেস সচিব সারাহ হুকাবি স্যান্ডারস গণমাধ্যমে জানান, অনুষ্ঠানটি ট্রাম্পের দৈনিক পরিকল্পনার মধ্যে ছিল না। সামাজিক গণমাধ্যম ইন্সট্রাগ্রামের একটি ভিডিওতে ট্রাম্পের উপস্থিতি সেখানে দেখা যায়। ভিডিওতে ট্রাম্প সকলের সঙ্গে আনন্দ নিয়ে সাক্ষাত করছেন। অনুষ্ঠানটিতে প্রায় ৮শ’ অতিথি উপস্থিত ছিলেন। ট্রাম্প তার তিনটি ছুটিতে ব্যক্তিগত রিসোর্ট পরিদর্শনে গিয়েছিলেন। ট্রাম্পের শেষ ছুটিতে তাকে জাপানের প্রেসিডেন্ট শিনজো অ্যাবে স্ক্রামডসহ তার রিসোর্টের ডাইনিংয়ে অনেকের মাঝে দেখা যায়। উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট নিয়ে আলোচনা করতে তারা সেখানে গিয়েছিলেন বলে গণমাধ্যমে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের এই রিসোর্টের মেম্বারশিপ এক বছরে দ্বিগুন বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ২ লাখ মার্কিন ডলার। তাই স্থানীয় সময় গত শনিবার মার্কিন হারভার্ড মেডিক্যাল শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠান অন্যত্র করার ঘোষণা দিয়ে ট্রাম্পের সমালোচনা করেছে। দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।