Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে উভয়ই এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে। তবে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১২৬ কোটি ২৬ লাখ।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৩২ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬১ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭০ কোটি ১৪ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, ইফাদ অটোমোবাইল, সিএমসি কামাল, এএফসি অ্যাগ্রো, আইডিএলসি, সিঙ্গার বিডি, অ্যাপোলো ইস্পাত, ফরচুনা সু এবং ডোরিন পাওয়ার।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫০ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ২৭ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জেনারেশন নেক্সট, বারাকা পাওয়ার, জিবিবি পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, পিডিএল, এপেক্স ফুটওয়্যার, অ্যাপোলো ইস্পাত, এএফসি অ্যাগ্রো এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
কারণ ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার দর কারণ ছাড়াই সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বাড়ছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। স¤প্রতি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ে। গত ৫ ফেব্রæয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ২৫ দশমিক ২ টাকা। যা ১০ কার্যদিবসের ব্যবধানে ১৯ ফেব্রæয়ারি লেনদেন শেষে ৩৪ দশমিক ১ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে দর বেড়েছে ৮ দশমিক ৯ টাকা বা ৩৫ দশমিক ৩২ শতাংশ। কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এ ক্ষেত্রে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ