Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিটলারের লাল ফোন নিলামে

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক এডলফ হিটলারের ব্যবহৃত লাল টেলিফোন নিলামে বিক্রি হচ্ছে। হিটলার যেখানে যেতেন তার সঙ্গে থাকত সেটি। যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যে নিলামে বিক্রি হতে চলেছে এটি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চেসাপিক শহরের নিলাম প্রতিষ্ঠান আলেকজান্ডার হিস্ট্রিক্যাল অকশানস ঐতিহাসিক এই লাল ফোন নিলামে তুলেছে। নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা বিল পানাগোপুলাস জানিয়েছেন, হিটলারের বাংকার পরিদর্শনের সময় অধিগ্রহণকারী রাশিয়ার সামরিক কর্মকর্তারা ব্রিগেডিয়ার স্যার রালফ রায়নারকে টেলিফোনটি দিয়েছিলেন। লাল রং নাৎসি বাহিনীর প্রতীক ছিল। টেলিফোনটির রংও লাল। সেই টেলিফোনটি স্যার রায়নারের ছেলে বিক্রি করে দিচ্ছেন। টেলিফোনটির নিচে হিটলারের নাম খোদাই করে লেখা রয়েছে। টেলিফোনটির প্রত্যাশিত দাম ধরা হয়েছে ২ থেকে ৩ লাখ ডলার। তবে দাম হাঁকানো শুরু হবে ১ লাখ ডলার থেকে। পানাগোপুলাস টেলিফোনটিকে ‘ধ্বংসযজ্ঞের অস্ত্র’ হিসেবে বিবেচনা করছেন। তার মতে, এই ফোন ব্যবহার করে হিটলারের দেয়া নির্দেশে বহু মানুষের প্রাণ গেছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ