Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিলনাড়– বিধান সভায় হাতাহাতি

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়–র বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রী এদাপ্পাদিকে পালানিস্বামীর গ্রহণযোগ্যতা নিয়ে অস্থা ভোট গ্রহণের সময় হাতাহাতি হলেও শেষ পর্যন্ত এ ভোটে জয়ী হয়েছেন তিনি। পদত্যাগ করা মুখ্যমন্ত্রী পনিরসেলভামের অনুসারীরা বিধানসভায় হট্টগোল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আইনপ্রণেতারা হাতাহাতিতে লিপ্ত হন। গত শনিবারের এ আস্থা ভোটে পালানিস্বামী পেয়েছেন ১২২ ভোট এবং পনিরসেলভাম পেয়েছেন মাত্র ১১ ভোট। তবে দল থেকে বহিষ্কৃত ৮৯ জন এমএলএ গোপন ব্যালটে আস্থা ভোট গ্রহণের জন্য বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি খারাপ হয়ে যায়। তামিলনাড়–র বিধানসভায় বিরোধীদল ডিএমকে-এর ৮৮ জন এমএলএ, আইইউএমএলের একজন এমএলএ বিধানসভায় ছিলেন না এবং ক্ষমতাসীন এআইএডিএমকে-এর এমএলএ’রা ওয়াকআউট করেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ