Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে হিন্দু বিবাহ আইন প্রবর্তন

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু বিবাহ আইন প্রবর্তিত হলো। গত শুক্রবার দেশটির সিনেটে সর্বসম্মতিতে হিন্দু বিবাহ বিল পাস হয়। এখন শুধু প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই আইন কার্যকর হবে। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি অনুমোদিত হয়। হিন্দু বিবাহ বিল ২০১৭ অনুমোদিত হওয়ায় পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুরা বিয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতির সনদ সংরক্ষণের বৈধতা পেল। এর মাধ্যমে পাকিস্তানে নারী অধিকারায়নের পথ আরো সুগম হলো। ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে (পার্লামেন্ট) বিলটি পাস হয়। বিলের আরো কিছু সংশোধনীসহ গত শুক্রবার সিনেটে অনুমোদিত হয়। এই আইন পাকিস্তানের হিন্দুরা স্বাগত জানিয়েছে। নতুন এই আইনে হিন্দু ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ বছর। এছাড়া বিয়ে, তালাক ও দ্বিতীয় বিয়েসহ এ-সংক্রান্ত সব অধিকার আইনে উল্লেখ করা হয়েছে। সবধরনের বৈধ সনদ সংরক্ষণের অধিকার দেয়া হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় এই আইন বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবে কার্যকর হবে। তথ্যসূত্র : ডন ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ