Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় গ্রেফতার ২০৫

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে মাজারে বোমা হামলা ঘটনার পর সন্ত্রাসী নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশে চলছে এ অভিযান। গত ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশ থেকে আটক হয়েছে সন্দেহভাজন আরও দুশো ৫ জনকে। এদের বেশিরভাগই আফগান নাগরিক। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পুরো প্রদেশজুড়ে পঞ্চম দিনের মতো তল্লাশি অব্যাহত রেখেছে। তিনি বলেন, পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে। সরকারি সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাদেশিক মাজারগুলোর আশপাশে অভিযান চলছে। পাঞ্জাবের পুরাতন আনারকলি, গুলশান-ই-রাভি, গুলবার্গ, গালিব মার্কেট নিসতার কলোনি, সানদা, নাসিরাবাদ ও অন্যান্য এলাকা থেকে পুলিশ সন্দেহভাজন ১৪৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৭৮টি বুলেট, একটি কালাশনিকভ ও একটি রাইফেল উদ্ধার করা হয়। পলিশ এ অভিযানে বায়ো-মেট্রিক যন্ত্র ব্যবহার করছে। যারাই তথ্য দিতে ব্যর্থ হচ্ছে, তাদেরই আটক করা হচ্ছে। গত বৃহস্পতিবারের বোমা হামলার পর বিবিয়ান পাক দামান দরগা শরীফও বন্ধ করে দেয়া হয়েছে। এখানকার কর্তৃপক্ষ বলতে পারেননি, কবে নাগাদ এটা খুলে দেয়া হবে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ