Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা প্রেসিডেন্টের তালিকায় ১২তম বারাক ওবামা

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সর্বকালের সেরা মার্কিন প্রেসিডেন্টের তালিকায় ১২তম র‌্যাংক পেয়েছেন বারাক ওবামা। গত শুক্রবার প্র্রকাশিত নতুন সি-স্প্যান জরিপে সর্বকালের সেরা প্রেসিডেন্টের তালিকায় তাকে ১২তম স্থানে রেখেছেন ঐতিহাসিকরা। হোয়াইট হাউস ছাড়ার এক মাসও হয়নি। দুই মেয়াদের কাজের স্বীকৃতি পেলেন খুব দ্রæত। শান্তিতে নোবেলজয়ী এ মার্কিন প্রেসিডেন্ট দুটি ক্যাটাগরিতে সাবেকদের চেয়ে বেশ বড় সফলতার স্বাক্ষর রেখেছেন। সবার জন্য সমান বিচার ও নৈতিক কর্তৃত্ব ক্যাটাগরিতে যথাক্রমে তৃতীয় ও সপ্তমে হয়েছেন ওবামা। অর্থনৈতিক ব্যবস্থাপনা ক্যাটাগরিতে শীর্ষ দশ র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছেন ৪৪তম প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্সি ও কংগ্রেসের সম্পর্কের জায়গায় বেশ নিচের দিকে ওবামা। হাউস অব রিপ্রেসেন্টেটিভস ও সিনেটে তার ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা বেশ কমেছে। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ক্যাটাগরিতে ৩৯তম হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ২০০০ ও ২০০৯ সালের পর প্রথম জরিপে নেতৃত্বের ১০টি গুণ বিবেচনায় এনে সাবেক ৪৪ প্রেসিডেন্টের র‌্যাংকিং করেছেন ৯১ জন প্র্রেসিডেন্সিয়াল ঐতিহাসিক। পলিটিকো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ