Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিব সেনার সঙ্গে বিজেপির বাকযুদ্ধ জমে উঠছে বিজেপি গোখরা সাপ বললেন থ্যাকারে

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শিব সেনা নেতা উদ্ভব থ্যাকারে বিজেপিকে গোখরা সাপ বলে অভিহিত করেছেন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৌরসভা নির্বাচন আসন্ন। নির্বাচন সামনে রেখে প্রচারণা যত তুঙ্গে উঠছে, শিব সেনার সঙ্গে বিজেপির বাকযুদ্ধ তত জমে উঠছে। ব্যবসায়ী অধ্যুষিত শহরে দুই দলই গুজরাটি ও মাড়োয়াড়িদের ভোট টানার চেষ্টা করছে। ঠিক এমনি এক সময়ে ঘর ভাঙলে স্বজনের সঙ্গে যেমন দ্ব›দ্ব তীব্র হয়, ঠিক তেমনটিই ঘটেছে ভারতের দুই মৌলবাদী রাজনৈতিক দলের ক্ষেত্রে। খবরে বলা হয়, গত শুক্রবার এক জনসভায় শিব সেনা নেতা উদ্ভব থ্যাকারে বলেছেন, ২৫ বছর ধরে আমরা এক গোখরার সঙ্গে জোট বেঁধেছিলাম। ওই গোখরা এখন ফণা তুলছে। আমি জানি, কীভাবে গোখরা নিধন করতে হয়। উদ্ভব থ্যাকারে আরো বলেন, আমরা আর কখনো বিজেপির সঙ্গে জোট বাঁধার মতো ভুল করব না। তাদের সঙ্গে লেনদেনেও সাবধানতা অবলম্বন করছি। মুম্বাই পৌরসভার আসন ভাগাভাগির আলোচনায় তারা অযৌক্তিক দাবি তুলেছে। ২১ ফেব্রæয়ারি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের নির্বাচন। নির্বাচনী প্রচারণার উত্তেজনায় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার থেকেও শিব সেনার সমর্থন প্রত্যাহারের কথা উঠেছে। একাধিক নির্বাচনী সভায় বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসকে নোটিস পিরিয়ড চলছে বলে সতর্ক করেছেন উদ্ভব থ্যাকারে। শিব সেনার বিরুদ্ধে বিজেপির আক্রমণও সমানতালে চলছে। সর্বশেষ দলটি শিব সেনা প্রতিষ্ঠাতা বাল থ্যাকারেকে আক্রমণ করে কার্টুন ছেপেছে। তরুণ বয়সে বাল থ্যাকারে কার্টুন এঁকে নাম করেছিলেন। বিজেপির আইটি বিভাগ বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যঙ্গ-বিদ্রূপ করে কার্টুন তৈরি করেছে। এবার তারা শিব সেনার বিরুদ্ধে অ্যানিমেটেড কার্টুনের নতুন একটি সিরিজ প্রস্তুত করেছে। নিউজ এইটিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ