প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : আগামী ৯ মার্চ জসিম উদ্দিনের পরিচালনায় শুরু হতে যাচ্ছে আমেরিকান ড্রিম নামে নতুন একটি সিনেমার নির্মাণ কাজ। শুটিংয়ের আগে সিনেমাটির পাঁচটি গান রেকর্ডিং করা হবে। কবির বকুলের কথায় সবগুলো গানের সঙ্গীতায়োজন করবেন শওকত আলী ইমন। গানগুলোতে কণ্ঠ দেবেন জেমস, ন্যান্সি, হৃদয় খান ও মাহবুব টিটু। পাঁচটি গানের মধ্যে একটি ইংরেজি গান থাকছে। এই গানটিতে কণ্ঠ দেবেন জেমস। ‘বাই বাই আমেরিকা, আই ব্যাক টু হোম ল্যান্ড মাই ঢাকা’ শিরোনামের এই গানটি গাইবেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি ইংরেজি গানের কপিরাইট নিয়ে গানটি করা হচ্ছে। এর আগে আফ্রিকান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্র প্রবাসী আলফা ব্লান্ডি নামের একজন শিল্পী এই গানটি গেয়েছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে শুটিংয়ের পর আগামী জুলাইয়ে সিনেমাটির শুটিং হবে নিউইয়র্কে। বাংলাদেশে মুক্তির পাশাপাশি ইংরেজিতে ডাব করে যুক্তরাষ্ট্রেও সিনেমাটি মুক্তি পাবে বলে পরিচালক জানান। এতে অভিনয় করবেন পপি, সাইমন সাদিক ও আইরিন। বিক্রমপুরের একটি কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।