পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে স¤প্রতি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রদত্ত, ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’-এ অংশগ্রহণ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় জাইকা দেশের ‘আরএমজি’ প্রস্তুতকারকদের কারখানার গুণগত মান উন্নয়নে মোট চার হাজার ১২৯ মিলিয়ন জাপানি মুদ্রা অর্থায়ন করবে। অনুষ্ঠানে মোট ২৫টি ব্যাংক ও ১০টি ‘এনবিএফআই’ অংশগ্রহণ করে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।