Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গি নির্মূলে পাকিস্তানকে সর্বোচ্চ সহায়তা প্রদানে প্রস্তুত যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে সা¤প্রতিক সময়ে সিন্ধু প্রদেশের একটি মাজারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দেশটির জঙ্গি নির্মূলে সর্বোচ্চ সহায়তার প্রস্তাব জানায় যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সন্ত্রাস দমনে যেকোনো প্রচেষ্টায় পাকিস্তানের পাশে থাকার এমনই আশ্বাস দেয়া হয় মার্কিনিদের পক্ষ থেকে। ট্রাম্প প্রশাসনের মূখপাত্র মার্ক টোনার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেন, আমরা সবসময় জঙ্গিবাদরে বিরুদ্ধে লড়েছি যদি পাকিস্তান তাদের দেশে এই জঙ্গি উত্থানে কোনো প্রকার সহায়তা চায় তাহলে আমরা প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা শুধু পাকিস্তান না পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোর নিরাপত্তার স্বার্থে এক হয়ে কাজ করতে রাজি আছি। বছরের শুরুতেই সবচেয়ে ভয়াবহ ঘটনা সিন্ধু প্রদেশের কলান্দর মাজারে আত্মঘাতী বোমা হামলা। যে হামলায় প্রায় ৮৮ বেসামরিক লোক মারা যায় এবং প্রায় ৩০০ জনের মতো আহত হয়। এদিকে, পাকিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবসহ দেশজুড়ে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর বিবৃতিতে জানায়, সা¤প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনে সফল হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসীদের সমর্থন দেয়া হচ্ছে বলে সামরিক বাহিনী জানতে পেরেছে। যার কারণে তারা পাকিস্তানে আফগানিস্তান দূতাবাস কর্মীদের তলব করেছে এবং তাদের হাতে ৭৬ জন সন্ত্রাসীর তালিকা দিয়ে তাদেরকে পাকিস্তানে হস্তান্তরের দাবি জানায়। উল্লেখ্য, সিন্ধু প্রদেশের মাজারে আত্মঘাতী হামলায় ৮০ জন নিহত হয়। হামলার পরপরই চালানো নিরাপত্তা অভিযানে অন্তত ৩১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শেহওয়ান এলাকার বিখ্যাত লাল শাহবাজ কালান্দার মাজারে গত বৃহস্পতিবারের ওই হামলায় আরো আড়াই শতাধিক মানুষ আহত হয়। জিহাদি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে। হামলায় হতাহতের ঘটনার জন্য প্রাদেশিক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়ে এর পরিকল্পনাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ