মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চিলিতে ১৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রæয়ারি পর্যন্ত যে ভয়াবহ দাবানল হয়েছে তাতে ৪ লাখ ৬৭ হাজার হেক্টর এলাকা ধ্বংস হয়ে গেছে, ১১ জন প্রাণ হারিয়েছে এবং আনুমানিক ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে। গত শুক্রবার দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন (কোনাফ) একথা জানিয়েছে। এই দাবানলে মোট ৭শ’টির বেশি স্থানে আগুন ধরে যায়। এতে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চল দুটিতে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এছাড়াও এখানকার এক হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। কোনাফ জানিয়েছে, দাবানলটি চলতি শতাব্দীর অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী। সবচেয়ে প্রলয়ঙ্করী দাবানলটি কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যে দেখা দেয়। এতে সেখানকার সাত লাখ হেক্টর এলাকা ধ্বংস হয়ে যায়। সরকার এই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন বলে প্রাথমিকভাবে অনুমান করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।