Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে আইএসের হামলায় ১৮ সৈন্য নিহত

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত শুক্রবার স্থানীয় আইএস জিহাদিদের হামলায় ১৮ জন সরকারি সৈন্য নিহত হয়েছে। সীমান্ত প্রদেশ নানগারহার প্রদেশের দিহ্বালা জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আফগান সেনারা সম্প্রতি মার্কিন সৈন্যদের সহযোগিতায় আইএস-বিরোধী অভিযানে নেমেছে। প্রাদেশিক নিরাপত্তা সূত্রগুলো জানায়, আইএস জিহাদিদের একটি বিশাল দল তিনদিক থেকে আফগান বাহিনীর ওপর হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। সূত্রগুলো জানায়, ১৮ আফগান সৈন্যের পাশাপাশি আইএসের ৮ জিহাদি নিহত ও ১২ জন আহত হয়। শুক্রবার আইএসের প্রচার শাখা ১৮ আফগান সৈন্য হত্যার দাবি জানায়। নানগারহার পাকিস্তানের সীমান্তসংলগ্ন আফগান প্রদেশ। প্রদেশটির বিভিন্ন জেলায় আইএসের শক্ত ঘাঁটি রয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, আইএস পাকিস্তানে হামলা চালানোর জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করছে এবং গত বৃহস্পতিবার সেখান থেকেই সিন্ধু প্রদেশের মাজারে তারা আত্মঘাতী হামলা চালায়। আইএসও ওই হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় শিশু ও নারীসহ ৯০ জন নিহত এবং দুশো’রও বেশি লোক আহত হয়। এদিকে, আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন ইউএনএএমএ বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বোমা হামলায় ১২ সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার ইউএনএএমএ’র এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৮টি শিশু ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুল শিশুদের বহনকৃত গাড়িটি রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে বিধ্বস্ত হলে তারা নিহত হয়। আফগানিস্তানে এভাবে শিশু মৃত্যুর হার গত বছর ২৪ শতাংশে পৌঁছেছে, যা ২০০৯-এর সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে বলে বিবৃতিতে বলা হয়। ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ