Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ে বিক্ষোভকারীকে মারধরের ঘটনায় সাত পুলিশের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৪ সালে হংকংয়ে হাতকড়া পরিহিত বিক্ষোভকারীকে মারধরের অপরাধে সাত পুলিশ সদস্যকে কারাদন্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত। হংকংয়ের সম্মান ক্ষুণœ করতে ইচ্ছাকৃতভাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন আদালত। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক পুলিশ সদস্যকে দুই বছর করে কারাভোগ করতে হবে। চীনের হস্তক্ষেপের বিরোধিতা ও গণতন্ত্রের দাবিতে ২০১৪ সালে হংকংয়ে তীব্র আন্দোলন শুরু হয়। এ সময় বিক্ষোভরত অ্যাক্টিভিস্ট ক্যান স্যাংকে আটক করে পুলিশ। পরে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে পাশের একটি পার্কে নিয়ে গিয়ে মারধর করেন পুলিশ সদস্যরা। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। টিভি ক্যামেরায় এ ঘটনার ছবি তোলে, তা প্রচার করেন গণমাধ্যমকর্মীরা। এরপর আন্দোলন নতুন উদ্যম পায়। হাজারো মানুষ বিক্ষোভে যুক্ত হন। পুলিশের এ অন্যায় আচরণের প্রতিবাদ করেন তারা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ