মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নকে শান্তিপূর্ণ সহযোগিতার অভূতপূর্ব মডেল হিসেবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউনিয়নের আইন প্রণেতাদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন, যা ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সমালোচনাময় ঢঙ থেকে সম্পূর্ণ আলাদা। গত বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে ট্রুডো বলেন, আটাশ রাষ্ট্রের এই ইউনিয়নের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে ইউরোপ থেকে ব্রিটেনের সরে আসার সিদ্ধান্তকে প্রশংসিত হয়েছে তার কণ্ঠে। ইংরেজি ও ফারসি ভাষায় দেয়া বক্তৃতায় ট্রুডো বলেন, সামষ্ঠিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় যে চ্যালেঞ্জের মুখে রয়েছে তা মোকাবেলায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বলার অপেক্ষা রাখে না, বিশ্ব আপনাদের শক্তিশালী ভূমিকা থেকে উপকৃত হচ্ছে। কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার এবং বৈচিত্রে বিশ্বাস করে, যোগ করেন তিনি। বিবিসি, রয়টার্স, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।