Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির সরকারি স্কুলের খাবারে মরা ইঁদুর

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিড ডে মিলের খাবারে পাওয়া গেল মরা ইঁদুর। ভারতের রাজধানী দিল্লির একটি সরকারি স্কুলের খাবারের মধ্যে মরা ইঁদুর পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মিড মে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কোমলমতি ছাতছাত্রীরা। তাদের মধ্যে স্কুলের ৯ ছাত্রছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির দেওলি অঞ্চলের সরকারি বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের খাবারে গত বৃহস্পতিবার মরা ইঁদুর পাওয়া যায়। আর মিড ডে মিলের খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। ঘটনাটি জানা মাত্রই ঘটনাস্থলে যান দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়া। টুইটের মাধ্যমে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্কুলে রান্নার কাজের তদারকিতে থাকা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। যদিও স্কুল কর্তৃপক্ষের পক্ষে এখনও কোনো অভিযোগ হয়নি। অসুস্থ ছাত্রছাত্রীরা মদন মোহন মালভিয়া হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ